খানিকটা স্বস্তি দিল দিল্লির বাতাস, রাজধানীতে দূষণ কমল সামান্য

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): দিল্লিবাসীকে খানিকটা স্বস্তি দিল বুধবারের বাতাস। গত কয়েকদিনের তুলনায় বুধবার সকালে দূষণ কিছুটা কম ছিল রাজধানীতে। একইসঙ্গে হিমেল পরশে মনোরম ছিল দিল্লির বাতাস। ‘খুব খারাপ’ থেকে কিছুটা উন্নতি হয়ে বুধবার সকালে দিল্লির বাতাস ‘সামান্য খারাপ’। সাফার-ইন্ডিয়া-র পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৩৫। যা আগের দিনের তুলনায় অনেকটাই ভালো।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই উন্নতি হবে দিল্লির বাতাসের। মনোরম হবে আবহাওয়া। দূষণ কিছুটা কমলেও, এদিন সকালেও কুয়াশা ও ধোঁয়াশা ছিল দিল্লি ও এনসিআর বংশালে। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই পরিষ্কার ছিল দিল্লির আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।