শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চেক চোলান এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযান এখনও জারি রয়েছে।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার চেক চোলান এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়া পর বুধবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। প্রবল ঠাণ্ডার মধ্যেই শুরু হয় গুলির লড়াই, জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। দুপুরের দিকে কাশ্মীর পুলিশ জানায় এনকাউন্টারে একজন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিকেশ হয়েছে। এখনও অভিযান জারি রেখেছে সুরক্ষা বাহিনী।

