কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বললেন, কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বুধবার সকালে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসে কংগ্রেসের সংসদীয় দল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, আনন্দ শর্মা, কে সি বেণুগোপাল প্রমুখ।

এদিনের বৈঠকে কৃষক আন্দোলনের সময় কৃষকদের মৃত্যু, রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেনশন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে জনস্বার্থে সংসদে আওয়াজ তুলতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, “আন্দোলনের সময় নিজেদের জীবন উৎসর্গ করা ৭০০ জন কৃষককে আসুন আমরা শ্রদ্ধা জানাই। কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতিটি পরিবারের মাসিক বাজেট আগুন ধরাচ্ছে।”

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী আরও বলেছেন, আমরা সীমান্ত ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাচ্ছি।” ১২ জন সাংসদকে সাসপেনশনের নিন্দা করে সোনিয়া গান্ধী বলেছেন, “নজিরবিহীন ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আমরা ১২ জন সাংসদের পাশে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *