পুরনো সংস্কৃতি ভুলে যান, পুর নিগমের সকলের উদ্দেশ্যে হুশিয়ারী নয়া মেয়রের

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : শপথ নিয়েই পুর নিগমের সমস্ত কর্মচারীদের পুরনো সংস্কৃতি ভুলে যাওয়ার নিদান দিলেন নব নিযুক্ত মেয়র দীপক মজুমদার। তাঁর দাওয়াই, উন্নয়ন কাজে বাধা দেবেন না। দায়িত্ব নিয়ে কাজ করুন। কারণ, সব কিছুর উপর নজর থাকবে আমার। সাথে পুর বাসীকে তিনি আশ্বস্ত করেন, আগরতলা শহরের সমস্ত সমস্যা সমাধানে ট্রিপল ইঞ্জিন কাজ করবে।


মেয়র পদে শপথ নিয়ে দীপক মজুমদার বলেন, ব্যক্তিগত ভাবে আজ আমার জন্য এক ঐতিহাসিক দিন। কারণ, বিজেপি কার্যকর্তা হওয়ার সুবাদে মহানাগরিক হতে পেরেছি। তাঁর কথায়, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে উন্নয়নে মানুষের আস্থা প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে প্রতিনিয়ত সাহায্য করছেন। তাই, ত্রিপুরায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তাঁর দাবি, কেন্দ্র, রাজ্য এবং আগরতলা পুর নিগম ট্রিপল ইঞ্জিন মিলে নগরবাসীর সমস্ত সমস্যার সমাধান করবই।


এদিন তিনি বলেন, মানুষের আমাদের সাথে রয়েছেন। পুর ও নগর সংস্থা নির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে। তাই, নির্বাচনের পূর্বে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবই, দৃঢ়তার সাথে বলেন তিনি। তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকার সাথে রয়েছে, ফলে নাগরিক সমস্যা সমাধানে কাজ করার সুযোগ হবে। তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচারে গিয়ে নগরবাসীর সমস্ত অভিযোগ জেনেছেন। সেই অভিযোগ নিস্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে।


তিনি দৃঢ়তার সাথে বলেন, আগরতলা শহরের সমস্ত সমস্যার নিস্পত্তি করবই। মানুষের সাথে কথা বলে, তাঁদের সাহায্য নিয়ে সমাধান করা হবে। এক্ষেত্রে পুর নিগমে সকলের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাঁর হুশিয়ারী, পুরনো সংস্কৃতি ভুলে যান। উন্নয়ন কাজে যারা বাধা দেবেন তাঁদের দিকেই সজাগ নজর থাকবে আমার।