নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সৌজন্যতার নজির স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মতাদর্শগত ফারাক থাকা সত্ত্বেও অসুস্থ প্রবীণ কমিউনিস্ট নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের শারীরিক অসুস্থতার খোজ নিতে হাসপতালে গেছেন মুখ্যমন্ত্রী৷ শ্রী মজুমদার বুকে ব্যথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভরতি হয়েছেন৷
বিষয়টি জানতে মুখ্যমন্ত্রী সশরীরে তাঁকে দেখতে গেছেন এবং তাঁর শারীরিক খোজ নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ কর্তব্যরত চিকিতকদের কাছ থেকে কেশব বাবুর শারীরিক অবস্থার বিস্তারিত জেনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ৷
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শৈশবকাল থেকেই তাঁর সাথে আমার পরিচিতি৷ তিনি আমার বাবার খুব ভাল বন্ধু ছিলেন৷ তিনি বর্তমানে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন৷ কিন্ত, তাঁর মধ্যে মনের জোর একই রয়েছে৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী৷

