নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর, যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): নাগাল্যান্ড এখনও শান্ত হয়নি। যে কোনও মুহূর্তে পরিস্থিতি ফের অশান্ত হয়ে উঠতে পারে। নাগাল্যান্ডে তিন দফায় সংঘর্ষে আরও ২ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। জখম বহু। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে এদিন উত্তাল হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানিয়ে এদিন রাজ্যসভায় সরব হন বিরোধীরা। প্রথমে বারোটা ও পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবারই তৃণমূলের একটি প্রতিনিধি দলের নাগাল্যান্ডের ওটিং গ্রামে যাওয়ার কথা ছিল। প্রতিনিধি দলে ছিলেন, সাংসদ সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং ত্রিপুরা তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব প্রমুখ। কিন্তু অশান্তির আশঙ্কায় সফর বাতিল করে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, নাগাল্যান্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। ফলে এই দলের নিরাপত্তার দায়িত্ব নিতে চাইছে না সরকার।