BRAKING NEWS

Blocked : ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে সোমবার ত্রিপুরা পিপলস ফ্রন্টের পক্ষ থেকে আমবাসা রেল স্টেশন ও আমবাসা গন্ডাছড়া রাস্তার জগন্নাথপুর ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে।রাজে পরিস্থিতির অবনতি ঘটেছে বলে কোনো গুরুতর অভিযোগ এনেছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট।সংগঠনের সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে সোমবার ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ সকাল থেকেই বন্ধের সমর্থনের ধলাই জেলার আম বাসায় রেলসশন সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে ত্রিপুরা পিপলস ফ্রন্ট। রেলপথের পাশাপাশি আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করা হয়। অবরোধ আন্দোলনের ফলে রেল চলাচল এবং যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ টিএসআর এবং সিআরপিএফ বাহিনীর জওয়ানদের নিয়ে অবরোধ স্থলে ছুটে যায়।


ধলাই জেলার আমবাসায় রেলপথ অবরোধ ও সড়ক অবরোধের খবর পেয়ে আমবাসা থানার পুলিশ টিএসআর এবং সিআরপিএফ বাহিনী ছুটে এসে অবরোধকারীদের গ্রেফতার করে নিয়ে যায়।দীর্ঘক্ষন চলে তাদের অবরোধ। ।শেষ পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে আমবাসা টাউনহলে। অস্থায়ী জেলে রাখা হয় তাদের। পরে রেল পরিষেবা ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।রেলপথ ও সড়ক পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। একদিকে বৃষ্টি অন্যদিকে অবরোধের ফলে যাত্রীসাধারণ সহ যানবাহনের চালকদের চরম দুর্ভোগের শামিল হতে হয়েছে। আন্দোলনকারী সংগঠনের নিয়েছেন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনিত কারণে তাদের আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *