ভোপাল, ৬ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ৯ কোটিরও বেশি প্রাপককে কোভিড টিকা প্রদান করা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই মধ্যপ্রদেশের ১০০ শতাংশ যোগ্য প্রাপকদের টিকাকরণের অঙ্গীকার নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজের মতে, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে টুইট করে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্যে ৯ কোটিরও বেশি প্রাপককে কোভিড টিকা প্রদান করা হয়েছে।” স্বাস্থ্য কর্মী, সমাজ কর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠন-সহ টিকারণের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন শিবরাজ।
টুইট করে শিবরাজ আরও জানিয়েছেন, “এখনও পর্যন্ত রাজ্যের ৯৪ শতাংশ প্রাপক টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭০ শতাংশ যোগ্য প্রাপক। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে ৮, ১৫ ও ২২ ডিসেম্বর রাজ্যব্যাপী একটি টিকাকরণ অভিযানের আয়োজন করা হবে।”
2021-12-06