United States : কোভিড সংক্রমণ ৫৬-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ওয়াশিংটন, ৫ ডিসেম্বর (হি.স.): করোনায় মৃত্যু অনেক আগেই ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আমেরিকায়। এবার মার্কিন মুলুকে ৯ লক্ষের দিকে এগোচ্ছে মৃত্যু, সংক্ৰমণও বাড়ছে। দৈনিক সংক্ৰমণ বিগত-৪ দিন ধরে ছিল ১ লক্ষাধিক, বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আমেরিকায় শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬,৭৪২ জন। পাশাপাশি এই সময়ে মৃত্যু হয়েছে ৪৯২ জনের।

ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৪৯,৯৩৪,৭৯১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন করে ৪৯২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ০৮ হাজার ৬০৮ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯,৪৯৮,১১১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৬২৮,০৭২ জন।