নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ের পর এবার রাজধানী দিল্লি। দিল্লিতে এবার করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর হদিশ মিলেছে। ওমিক্রন-এ আক্রান্ত ওই রোগী দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে দিল্লিতে। তানজানিয়া থেকে আসা ওই রোগী এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছেন।” সত্যেন্দ্র জৈন আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কোভিড-আক্রান্ত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে কর্ণাটকে। ৬৬ বছরের এক পুরুষ এবং ৪৬ বছরের এক মহিলার দেহে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে। মুম্বইয়ে ওমিক্রন-এ আক্রান্তের বয়স ৩৩ বছর। তিনি ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এবার দিল্লিতেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।