নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ধীরে ধীরে শক্তি ক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর। রবিবার দুপুরেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশার পুরীতে ঢুকতে পারে জাওয়াদ। তারপর আরও দুর্বল হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও, রবিবার সকালে পুরীর সমুদ্র এবং দিঘার সমুদ্র যথেষ্ট উত্তাল ছিল, তীব্র জলোচ্ছ্বাসও হয়েছে। দুই সমুদ্র শহরেই এদিন সকালে হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়েছে।
শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। রবিবার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। একইসঙ্গে জানিয়েছে ‘জওয়াদ’-এর জন্য ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।জাওয়াদ-এর জন্য বিশেষ চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই পুরীর আকাশের মুখভার, মেঘাছন্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। কলকাতা, হুগলি, হাওড়া-সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

