BRAKING NEWS

Sindhu : ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ হল না সিন্ধুর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স): টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর এই প্রথমবার ফের পদক জয়ের সুযোগ এসেছিল পিভি সিন্ধুর সামনে। কিন্তু পারলেন না। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ার অ্যান সেওংয়ের কাছে স্ট্রেট গেমে হারলেন তিনি।

টোকিও অলিম্পিকে পদক জয়ের পর বেশ কয়েকদিন ব্যাডমিন্টন কোর্ট থেকে বিরতি নিয়েছিলেন সিন্ধু। কিন্তু কোর্টে ফেরার পর থেকেই সাফল্য হাতছাড়া তাঁর। একের পর এক প্রতিযোগিতায় কখনও কোয়ার্টার ফাইনালে তো কখনও সেমিফাইনালে পৌঁছেও শূন্য হাতেই ফিরতে হয়েছে হায়দারাবদী তরুণীকে।

বছরের শেষে বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরে নেমেচিলেন পুরসালা ভেঙ্কটাইয়া সিন্ধু। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী একানে ইয়ামাগুচিকে সেমিফাইনালের দীর্ঘ লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। সেই থেকেই সিন্ধুর সোনা জয়ের আশা জেগেছিল সকলের মনে।

কিন্তু ফাইনালের মঞ্চে যেন সেই লড়াইটাই করতে পারলেন না সিন্ধু। দক্ষিণ কোরিয়ার তরুণ তারকার কাছে ১৬-২১, ১২-২১ গেমে হেরে গেলেন সিন্ধু। লড়াই করার কোনও সুযোগই এদিনের ম্যাচে পাননি তিনি। শুরু থেকেই এগিয়েছিলেন কোরিয়ার সেওয়ং। ম্যাচের দখল একবারও নিতে পারেননি সিন্ধু।

বছরের শেষে সোনার পদক গলায় তোলার ইচ্ছা থাকলেও, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের তারকা শাটলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW