মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক ও গুজরাটের পর এ বার দেশে ওমিক্রনের চতুর্থ আক্রান্তের হদিশ মিলল মায়ানগরী মুম্বইয়ে। ওমিক্রন-এ আক্রান্তের বয়স ৩৩ বছর। তিনি ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তাঁকে কল্যাণ-
ডোম্বিবলীর কোভিড কেয়ার কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ওই রোগীর। আক্রান্ত ব্যক্তি পেশায় এক জন মেরিন ইঞ্জিনিয়র। কোভিডের কোনও টিকাও নেননি তিনি। গত ২৪ নভেম্বর মুম্বইয়ে পৌঁছনোর পরই হালকা জ্বর আসে তাঁর। তার পরই ওই ব্যক্তির কোভিড পরীক্ষা করানো হয়। তখন জানা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত।
উল্লেখ্য, ইতিমধ্যেই কর্ণাটক ও গুজরাটে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে কর্ণাটকে। ৬৬ বছরের এক পুরুষ এবং ৪৬ বছরের এক মহিলার দেহে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে।