বিজেপি সরকারকে উচিত শিক্ষা দেবে জনগণ : অশোক গেহলট

জয়পুর, ৩ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়ালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বললেন, জনগণের সমস্যার দিকে মনোনিবেশ করছে না সরকার, তাই মানুষই সরকারকে উচিত শিক্ষা দেবে। আগামী ১২ ডিসেম্বর জয়পুরের আয়োজিত হতে চলেছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের একটি জনসভা। বিদ্যাধর নগরের সেই জনসভা স্থল পরিদর্শন করতে এসে শুক্রবার অশোক গেহলট বলেছেন, “দেশের জনগণের সমস্যার কথা শুনছে না কেন্দ্র। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ, অথবা কৃষকদের সমস্যা, কোনও কিছুই পরোয়া করে না কেন্দ্র।”

কেন্দ্রীয় সরকারকে অহঙ্কারী আখ্যা দিয়ে গেহলট বলেছেন, “কেন্দ্র শুধুই ঔদ্ধত্য দেখাচ্ছে। জনগণ তাঁদের আগামী দিনে উচিত শিক্ষা দেবে।” দিল্লিতে সমাবেশের অনুমতি না দেওয়াকে দুর্ভাগ্যজনক বলেছেন গেহলট। প্রসঙ্গত, দিল্লিতে হওয়ার কথা থাকলেও, ১২ ডিসেম্বর জয়পুরের আয়োজিত হতে চলেছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের জনসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *