নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বায়ুদূষণ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। এবার দূষণ রুখতে কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কেন্দ্র ও দিল্লি সরকারকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও দিল্লি সরকারকে শীর্ষ আদালত জানিয়েছে, তাঁরা যদি দূষণ রুখতে কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আদালতই নির্দেশ দিয়ে দেবে। আগামী সকাল দশটায় ফের শুনানি হবে।
বায়ুদূষণের মধ্যে স্কুল খুলে রাখায় বৃহস্পতিবার দিল্লি সরকারকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, আমাদের মনে হচ্ছে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে বায়ুদূষণ বাড়ছে। দিল্লি সরকারকে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, প্রাপ্তবয়স্কদের যখন বাড়ি থেকে কাজ করতে দেওয়া হচ্ছে, তাহলে শিশুদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে? বায়ুদূষণের মধ্যে স্কুল খুলে রাখায় সুপ্রিম কোর্ট তিরস্কার করে দিল্লি সরকারকে। সুপ্রিম কোর্ট আরও বলে, আমরা শিল্প ও যানবাহন দূষণের বিষয়ে উদ্বিগ্ন। আপনারা আমাদের কাঁধে বন্দুক থেকে গুলি চালাতে পারবেন না, আপনাদের পদক্ষেপ নিতেই হবে। স্কুল খোলা কেন?