নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কমছেই না, বরং রাজধানী দিল্লিতে বায়ুদূষণ বেড়েই চলেছে। দূষণের মধ্যেই দিল্লিতে খোলা রয়েছে স্কুল। স্কুল খুলে রাখায় বৃহস্পতিবার দিল্লি সরকারকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, আমাদের মনে হচ্ছে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে বায়ুদূষণ বাড়ছে। দিল্লি সরকারকে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, প্রাপ্তবয়স্কদের যখন বাড়ি থেকে কাজ করতে দেওয়া হচ্ছে, তাহলে শিশুদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে? বায়ুদূষণের মধ্যে স্কুল খুলে রাখায় সুপ্রিম কোর্ট তিরস্কার করে দিল্লি সরকারকে।
শীর্ষ আদালতের ধমক খাওয়ার পর এদিনই দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবার থেকে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত স্কুল। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, পরবর্তী নির্দেশ পর্যন্ত দিল্লিতে শুক্রবার থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল। বর্তমানে বায়ুদূষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেও মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল দিল্লি। এদিন সকালে লোধি রোডে সার্বিক দূষণের মাত্রা ছিল ৩৩৯।