কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরভোটের মধ্যেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে গোয়া বিধানসভা নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে কলকাতায় প্রচারের ভার দলীয় নেতাদের দিয়ে দু’দিনের সফরে ১৩ ডিসেম্বর গোয়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া গিয়ে সংগঠন বৃদ্ধির পাশাপাশি, ফরওয়ার্ড পার্টি-সহ বেশকিছু রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব দিয়ে গোয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাহুল গাঁধী গোয়ায় গিয়ে ফরওয়ার্ড পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে জোটের ঘোষণা করে দিয়েছেন। তাতে রাজনৈতিক ভাবে, কিছুটা হলেও ধাক্কা খেয়েছে গোয়ার তৃণমূল।
তৃণমূল সূত্রের খবর, চলতি মাসেই ফের গোয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা, সঙ্গে অভিষেকও। এখনও চূড়ান্ত সূচি তৈরি না হলেও, ১৩ তারিখ মুখ্যমন্ত্রী এবং অভিষেক গোয়া যাবেন ধরেই প্রচার সূচি তৈরি করছে তৃণমূল। মুম্বই থেকে ফিরে ৭ তারিখে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতার। দুই দিনাজপুর হয়ে মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ায় প্রশাসনিক সফর করবেন তিনি। তারপরে যাওয়ার কথা গোয়ায়। সেখানে দু’দিন থেকে বেশ কিছু যোগদান কর্মসূচির পাশাপাশি গোয়ার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হতে পারে বলেও দলীয় সূত্রে খবর। সোমবারই কলকাতায় এসেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও। তিনি ওইদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোয়া ফিরে গিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরেই তিনি যোগদান করতে পারেন তৃণমূলে। এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে যোগদানের পর গোয়া দক্ষিণ লোকসভায় প্রার্থী হয়েছিলেন। পরাজিত হয়ে চলে যান এনসিপি-তে। তাই তাঁর তৃণমূলের প্রত্যাবর্তন হতে পারে মমতা-অভিষেকের উপস্থিতিতেই। আগামী বছর ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা ভোট। চলতি বছর অগস্ট মাস থেকেই সেই রাজ্যে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।