Priyanka Gandhi : ব্যক্তিগত বিমান কিনছেন মোদীজি, কিন্তু আখচাষীদের জন্য টাকা নেই : প্রিয়াঙ্কা গান্ধী

মোরাদাবাদ, ২ ডিসেম্বর (হি.স.): বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভড়রা। বললেন, ৮ হাজার কোটি টাকা দিয়ে ব্যক্তিগত বিমান কিনেছেন মোদীজি, সংসদের সৌন্দর্যায়নের জন্য কেন্দ্র ২০ হাজার কোটি টাকা খরচ করছে। কিন্তু, আখচাষীদের জন্য টাকা পরিশোধ করার জন্য তাঁদের কাছে টাকা নেই। প্রিয়াঙ্কা জানিয়েছেন, উত্তর প্রদেশে উন্নয়নের ভিত্তিতে নির্বাচনে লড়বে কংগ্রেস।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রগতি ময়দানের জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভড়রা বলেছেন, “আখ চাষীদের সমস্ত বকেয়া পরিশোধ করতে মাত্র ৪ হাজার কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী মোদী গত বছর করোনা চলাকালীন ৮ হাজার কোটি টাকায় ব্যক্তিগত বিমান কিনেছিলেন। কেন্দ্র সংসদের সৌন্দর্যায়নের জন্য ২০ হাজার কোটি টাকা দিচ্ছে। কিন্তু আপনাদের বকেয়া পরিশোধ করার জন্য টাকা নেই। তিনি আরও বলেছেন, “উন্নয়নের ভিত্তিতেই নির্বাচনে লড়বে কংগ্রেস। ২০ লক্ষ চাকরি দেওয়া হবে। প্রতিটি জেলায় ম্যানুফ্যাকচারিং হাব খোলা হবে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় মৃত্যুবরণ করা কৃষকদের প্রধানমন্ত্রী কোনও সম্মান দেননি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *