Supreme Court : সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাবারই দায়িত্ব ভরণপোষণের, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স) : স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব বাবাকেই নিতে হবে। যতক্ষণ না সন্তান প্রাপ্ত বয়স্ক হচ্ছে ততক্ষণ প্রতিমাসে সন্তানের খরচ বাবাকে জোগাতে হবে। বিচারপতি এম এ শাহ এবং বিচারপতি এ এস বোপন্নার বেঞ্চ জানিয়েছে, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটলেও সন্তানের ভবিষ্যৎ যাতে অনিশ্চিত হয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এই রায়

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ বুধবার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ, পারিবারিক আদালত ও বিভিন্ন হাইকোর্টের একাধিক মামলার রায় উল্লেখ করেছে। আদালত বলেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে পারে। কিন্তু তা কখনও সন্তানের বেড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে না। আদালত যেমন বিবাহ বিচ্ছেদের কারণের বিষয়ে মাথা গলাবে না তেমন এও ঠিক শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের দিকেও আদালত ঠেলে দিতে পারে না।


এক সেনাবাহিনীর কর্মী ও তাঁর স্ত্রীর ডিভোর্সের মামলা চলছিল ২০১১ সাল থেকে। ডিভোর্স হয়েও গিয়েছে। এরপর তাঁর স্ত্রী সন্তানকে বড় করার জন্য প্রাক্তন স্বামীর থেকে অর্থ দাবি করেন তিনি। সেনাবাহিনীর ওই কর্মী দিতে অস্বীকার করলে মামলা করেন হাইকোর্টে।

দক্ষিণ ভারতের একটি রাজ্যের উচ্চ আদালত ২০১৯ সালের ডিসেম্বরে রায় দিয়েছিল, প্রতি মাসে সন্তানের জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সেনাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *