House attack : দেবদারুতে বিজয় মিছিল থেকে বাড়ি ঘরে হামলা, বাইক ভাঙচুর, আহত এক

নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ি, ১ ডিসেম্বর৷৷ বিজয় মিছিলের নামে তান্ডবের অভিযোগ উঠেআসলো শাসকদলের বিরুদ্ধে৷ ঘটনার বিবরনে জানাযায় বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে দেবদারুবাজারে বিজয় মিছিল সংগঠীত করলো শাসকদল৷ সারা রাজ্যজুরে পুর পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর সারারাজ্যেপ্রতিনিয়ত বিজয় মিছিল সংগঠীত করা হচ্ছে৷


এরমধ্যে বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে দেবদারু বাজারে এক বিজয়মিছিল সংগঠিত করাহয়৷ এইমিছিলে তান্ডব চালালো শাসকদলের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ৷ জানাযায় বিজয় মিছিলের নামকরে দেবদারু এলাকার বাসিন্দা রূপক সেনের বাড়ীতে আক্রমন চালায় শাসকদলের কর্মীসমর্থকরা এমনটাই অভিযোগ৷ রূপক সেন ৩৮ জোলাইবাড়ী মন্ডলের ২৫ নং বুথের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন৷ উনার অপরাধ বিগতদিনে দেবদারু এলাকায় শাসকদলের বিভিন্ন অপরাধমূলক কাজের প্রতিবাদজা নিয়েছেন৷


অপরদিকে তিনি সুদীপরায় বর্মনের অনুগামী৷ তাই আজকের বিজয় মিছিলে উনার বাসভবনেগিয়ে উনার বাইক ভাংচুরকরে ও উনার পিতা ও সহধর্মীনির উপর আক্রমনকরেবলে অভিযোগ৷ আক্রমনের পাশাপাশি রূপকসেনের রাবার গাছগুলি কেটেফেলাহয়৷ শাসকদলের কর্মীসমর্থকরা রূপকসেনের পরিবারের উপর আক্রমন করে শান্তহননি৷ তারপাশাপাশি দেবাদারু বাজারে সি পি আই এম এর কার্যালয়ে অগ্ণিসংযোগ ঘটায় বলে অভাযোগ উঠেআসে৷ অগ্ণিসংযোগের খবরপেয়ে জোলাইবাড়ীর দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আগুন নিয়ন্ত্রনেআনেন৷ আজকের এই বিজয়মিছিলের নামে তান্ডবকে ঘিরে সমগ্র দেবদারু এলাকাজুরে আতঙ্কের পরিবেশের সৃষ্টিহয়েছে৷