Uddhav Thakrey: সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি উদ্ধবের, আপাতত বাড়ি থেকেই কাজ করার পরামর্শ

মুম্বই, ২ ডিসেম্বর (হি.স.): সুস্থ হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত ২২ নভেম্বরে উদ্ধবের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়েছিল। বিগত দিনগুলি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আপাতত তাঁকে বিশ্রাম করতে বলা হয়েছে এবং বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত ২২ নভেম্বরে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতালে উদ্ধবের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎকদের পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। ডাঃ অজিত দেশাই জানিয়েছেন, বৃহস্পতিবার স্যার এইচ এন রিলায়েন্স হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে। আগামী কিছু দিন তাঁকে বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে।