Post-election : নির্বচনোত্তর সন্ত্রাস ও চাঁদার জুলুম বন্ধ করার দাবী জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস ও চাঁদার জুলুম বন্ধ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক৷রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাস চলেছে বলে অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক৷

বিভিন্নস্থানে বিরোধীদের উপর চাঁদার জুলুম চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য তিনি রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷ নির্বাচনী ফলাফল সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল বাবু বলেন এই রাজ্যের মানুষ সরকারপক্ষকে জবাব দিয়েছে৷ রাজ্যের শাসক দল বলেছিল ২ শতাংশ ভোটও পাবে না তৃণমূল কংগ্রেস৷ ভোটের ফলাফলে প্রমাণ করেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে চায় রাজ্যের জনগণ৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি করবে বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক৷