নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ১০৩২৩ এর শিক্ষকরা সোমবার শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে তাদের চাকরিচ্যুত করার কারণ জানতে চান৷ শিক্ষা দপ্তরের কাছ থেকে টার্মিনেশন লেটার অথবা চাকরিতে যোগ দেওয়ার অনুমতি দিতে জোরালো দাবি জানান তারা৷
চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরে পাওয়ার জন্য শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানিয়েছেন৷ তাদেরকে কেন চাকুরিচ্যুত করা হয়েছে তা জানার জন্য গত ১০ নভেম্বর শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল৷ ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিভিন্ন প্রশ্ণের জবাব জানতে চেয়েছিল চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকারা৷ শিক্ষা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সোমবার পুনরায় শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে তথ্য জানতে চান৷
অধিকর্তা স্পষ্টভাবে জানান তিনি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের স্মারকলিপি পাঠিয়েছিলেন৷কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো উত্তর আসেনি৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের কাছে টার্মিনেশন লেটার দাবি করে৷ টার্মিনেশন লেটার দিতে না পারলে তাদেরকে শিক্ষক ও তার কাজে যোগ দেওয়ার অনুমতি দিতে দাবি জানায় তারা৷অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানান এখন পর্যন্ত ১১৫ জন সহকর্মীকে হারিয়েছেন তারা৷ অর্থের বহু শিক্ষক-শিক্ষিকার পরিবারে অনাহার-অর্ধাহারে চলেছে আবার অনেকে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন৷অনাহারে বিনাচিকিৎসায় মরার চেয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন৷

