মস্কো, ২৯ নভেম্বর (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের অনেকটাই বাড়ল। একইসঙ্গে করোনা কেড়ে নিয়েছে আরও বহু মানুষের প্রাণ। রাশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,২০৯ জন রোগীর। নতুন করে ১ হাজার ২০৯ জনের মৃত্যুর পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭৩,৯৬৪ জনের।
মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৮৬০ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৬০৪,২৩৩ জন। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৮,২৯৫,৮১১ জন।