নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ নভেম্বর৷৷ রাজ্যের বিকল্প জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে সানীয়দের অবরোধ৷ বিকল্প জাতীয় সড়কের ঝেরঝেরি চেকপোস্টে বালু বোঝাই গাড়ি আটক করে সানীয়দের বিক্ষোভ৷ টায়ার পুড়িয়ে জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ৷ মূলত করোনা অতিমারির ফলে করোনা বিধির নামে বিকল্প জাতীয় সড়কটি বন্ধ করে রাখা ছিল৷ উত্তর জেলার জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিকল্প সড়ক দিয়ে শুধুমাত্র যাত্রীবাহি গাড়ি চলবে৷
বিকাল চারটার পর সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া৷ জাতীয় সড়ক এভাবে বন্ধ করা ভু ভারতের নজীর বিহিন ঘটনা বলে সানীয়দের অভিযোগ৷ এবার জেলাশাসক নাগেশ কুমার চারটি গাড়ির জন্য একটি অর্ডার ইস্যু করেছেন বলে অভিযোগ৷ জেলাশাসকের নির্দেশ মতে এই গাড়ি গুলি আসাম থেকে বালু নিয়ে আসছিল বলে সানীয়দের বক্তব্য৷ রবিবার সাত সকালে এলাকাবাসীর নজরে পড়ে এই বিষয়টি৷ বাকি গাড়িগুলি পেরিয়ে গেলেও টট্ট ০২ঙ্গ ১৮৭১ নম্বরের মিনি মাল বাহী লরিটিকে সকাল সাড়ে সাতটা নাগাদ আটক করেন সানীয় জনগণ৷ সানীয়দের অভিযোগ, বিকেল চারটার পর এই জাতীয় সড়ক দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে দেওয়া হয়না৷ সেই জায়গায় বালুর বোঝাই লরি গেইট খুলার আগে কিভাবে আসে৷
এলাকার মানুষ প্রায় চার ঘন্টা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ঘটনাটি চাউর হতেই ছুটে আসেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ সানীয় ব্লক নেতৃত্ব৷তারা ঘটনাস্থলে এসে সোমবার সানীয়দের মধ্য থেকে এক প্রতিনিধি দলকে নিয়ে জেলাশাসকের সাথে দেখা করে বিষয়টির নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দিলে প্রত্যাহার হয় অবরোধ৷তবে অভিযোগ উঠছে,জেলাশাসক সরকারি কাজের জন্য কিছু ঠিকাদারকে সুবিধা পাইয়ে দিতে একাজ করছেন৷ পাশাপাশি বালুর গাড়ি গুলির ছিলো ওভার লোড৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ওভারলোডের লরি যেতে হলে নূন্যতম বাইশ হাজার টাকা জরিমানা দিতে হয়৷ আর বিকল্প জাতীয় সড়কের ক্ষেত্রে কেন ছাড়?দুটি সড়কে কি দুই আইন৷তবে এলাকাবাসী এই সড়কটি পুনরায় চালু করার জোরালো দাবী রেখেছেন৷তবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য একটি জাতীয় সড়ক খুলা রাখা যায় না৷সেইল ট্যাক্স, এম বি আই ,ফরেস্ট গেইট না বসিয়ে কিভাবে একটি বিকল্প জাতীয় সড়ক দিয়ে গাড়ি অবাধে চলছে৷