নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। শনিবার অভয়নগর এ জি অফিসের রাস্তা মুখে অক্সিলিয়াম স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। মৃতের নাম বেনু দেববর্মা। বাড়ি বড়জলা এলাকায়।
রাজধানী আগরতলা শহর এলাকাতেও পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। শনিবার অভয়নগর এ জি অফিসের রাস্তা মুখে অক্সিলিয়াম স্কুলের বাস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। মৃত পথচারীর নাম বেনু দেববর্মা বলে জানা গেছে। তার বাড়ি বড়জলা এলাকায়। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে উঠেন। স্কুল বাসের চালককে আটক করে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে চিত্র সাংবাদিকদের ছবি তুলতে আপত্তি করেন স্থানীয়রা। তাতে চিত্র সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

