মালয়েশিয়ায় ৫০৯৭ জন নতুনভাবে করোনা আক্রান্ত, মৃত ৪০

কুয়ালা লামপুর, ২৮ নভেম্বর (হি.স) : শনিবার মধ্যরাত পর্যন্ত মালয়েশিয়ায় ৫০৯৭ জন করোনা সংক্রমনের হওয়ার খবর পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ২৬১৯৫৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৭ জন নতুনভাবে আক্রান্ত হওয়ায় মোট ৫০৯৭ জন করোনা আক্রান্ত দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত মহামারীতে মোট ৩০২৮০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে ৫৩৫২৩ জন আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলেও জানা গিয়েছে।