কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): বাধাহীন উত্তুরে হাওয়ায় আগমণে পারদ-পতন হচ্ছে কলকাতায়। তাপমাত্রার পারদ নামছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। দিঘা থেকে ক্যানিং, শ্রীনিকেতন থেকে আসানসোল-দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতল পরশ। কলকাতায় তাপমাত্রা নামল কুড়ির নীচে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, ভোরে ও রাতে ফিরেছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন অনেকটাই কমবে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আবহবিদেরা জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে। নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এ রাজ্যে তাপমাত্রার পতন এখনও সে ভাবে হয়নি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে সে ভাবে নামেনি। তবে গত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা কমতেই কলকাতায় ফিরেছে শীত-শীত ভাব। আকাশও পরিষ্কার থাকছে। দিঘায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আসানসোলে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

