নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ত্রিপুরা পুর ও নগর সংস্থা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট সরকারের প্রতি মানুষের আস্থা প্রমাণিত করেছে৷ আজ সচিবালয়ে সংবিধান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, শতায়ু নাগরিকগণও গতকাল ভোটাধিকার প্রয়োগ করে ত্রিপুরায় গণতন্ত্রের সশক্তিকরণে উদাহরণ স্থাপন করেছে৷
এদিন তিনি বলেন, বৃহস্পতিবার ত্রিপুরায় পুর ও নগর নির্বাচনে উতবের মেজাজে ভোট হয়েছে৷ রেকর্ড সংখ্যক ভোট প্রমাণিত করেছে সরকারের প্রতি মানুষের আস্থা আছে৷ তাই, বড় মাত্রায় ভোটাধিকার প্রয়োগ হয়েছে৷ তাঁর দাবি, তিনটি নগর পঞ্চায়েতে পুরুষের তুলনায় মহিলারা বেশি সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ শুধু তাই নয়, ১০৭ বছরের ২ জন, ১০৫ বছরের ১ জন এবং ১০৩ বছর বয়সী ১ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাতে, ত্রিপুরায় গণতন্ত্রের সশক্তিকরণে বড় উদাহরণ স্থাপন করেছে৷
তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন পর থেকে লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং উপ নির্বাচনে গণ দেবতারা বিজেপিতে মোহর লাগিয়েছেন৷ পুর ও নগর নির্বাচনেও গণ দেবতাদের আশীর্বাদ পাব, আশা প্রকাশ করে বলেন তিনি৷

