নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ গত ২০ শে নভেম্বর মধ্যরাতে শান্তিবাজার মহকুমার পতিছড়ি মুড়াসিং মেলা থেকে স্বামী রানা বাহাদুর জমাতিয়া(২১)এবং উনার স্ত্রী আলেনী সখি জমাতিয়া (১৮) বাইকে করে তাদের নিজ বাড়ি কিল্লা থানাধিন জলেমা যাওয়ার পথে কতিপয় যুবক বাইক আটক করে স্বামীকে মারধর এবং স্ত্রী কে তুলে নিয়ে ধর্ষণ করে৷
রাস্তায় আটক করে স্বামীকে মারধর এবং স্ত্রীক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানায় ডেপুটেশন প্রদান করে জমাতিয়া হদা অক্রার সদস্য সদস্যরা৷দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রথমে প্রতিবাদ মিছিল এবং কিল্লা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন জমাতিয়া হদা অক্রা সদস্য সদস্যরা৷এই প্রতিবাদ মিছিল এবং থানায় ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন জমাতিয়া হদা অক্রা পদ্মলিলা জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, হদা এডভাইজার বিচিত্র মোহন জমাতিয়া, সম্পাদক জ্যোতিষ জমাতিয়া, বাবা গড়িয়া মিশনের সহ সভাপতি মনিন্দ্র জমাতিয়া, পদ্মহরি জমাতিয়া সহ অন্যান্যরা৷
ঘটনার বিবরণে জানা যায় গত ২০ শে নভেম্বর মধ্যরাতে শান্তিবাজার মহকুমার পতিছড়ি মুড়াসিং মেলা থেকে স্বামী রানা বাহাদুর জমাতিয়া (২১)এবং উনার স্ত্রী আলেনী সখি জমাতিয়া (১৮) বাইকে করে তাদের নিজ বাড়ি কিল্লা থানাধিন জলেমা এলাকায় আসার জন্য রওনা হলে রাধা কিশোর পুর থানার অন্তর্গত টেপানিয়া ইকোপার্ক আসা মাএ কিছু দুষৃকতি একটি মারুতি অল্টো যার নম্বর টিআর ০৪এ ০৩৭০ গাড়ি দিয়ে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেয়৷ স্বামী রানা বাহাদুর জমাতিয়াকে ফেলে দিয়ে মারধোর করে তার স্ত্রী আলেনী সখি জমাতিয়া (১৮) কে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষন করার পর টেপানিয়া গ্যাস গোডাউন সংলগ্ণ স্থানে ফেলে চলে যায়৷পরবর্তীতে পুলিশ আলেনী সখি জমাতিয়াকে উদ্ধার করে প্রথমে রাধা কিশোর পুর মহিলা থানায় নিয়ে যায়৷
থানা থেকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ তার পরিপ্রেক্ষিতে রাধা কিশোরপুর থানায় একটি মামলা করা হয়৷মামলা করার পর রাধা কিশোর পুর থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে৷ তাদের আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷প্রথমে অপহরণ পরে ধর্ষন করে ফেলে যাওয়া অভিযুক্তদের ফাঁসি এবং রাজ্য সরকার রানা বাহাদুর জমাতিয়া পরিবার কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূর্ণ দেবার দাবিতে বৃহস্পতিবার দুপুরে কিল্লা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ দেববর্মা নিকট প্রতিবাদ মিছিল করে জমাতিয়া হদা অক্রা সদস্য সদস্যরা ডেপুটেশন দেন৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি পেরন করা হয়৷ জমাতিয়া হদা অক্রা তিনটি ময়াল থেকে প্রায় ৬০০/ ৭০০ মহিলা পুরুষ উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভা এবং ডেপুটেশনে৷

