নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ বেতন না পেয়ে সাব্রুম এর ফেডকো নামক বেসরকারি বিদ্যুৎ অফিসে তালা ঝোলালো লাইনম্যানরা৷ ২০২০ সালের সেপ্ঢেম্বর মাস থেকে সাব্রুমের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায় বেসরকারী সংস্থা ফেডকো৷ জানা যায়, সাব্রুমের এই বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারী সংস্থা ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাসের পর মাস কর্মরত লাইনম্যানদের বেতন নিয়ে তালবাহানা করে আসছে৷ প্রত্যেক মাসেই কর্মীদের বেতন সঠিক সময়ে দেওয়া হয় না৷ ওই বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের গত মাসের বেতন এখন পর্যন্ত দেওয়া হয়নি৷যার দরুন বাধ্য হয়ে ওই বেসরকারি বিদ্যুৎ সংস্থার লাইনম্যানরা সাব্রুম এর অফিসে গিয়ে বুধবার সকাল ১১ টা নাগাদ তালা ঝুলিয়ে দেয়৷
এছাড়াও সংস্থায় কর্মরত কর্মীদের নিয়োগ করার সময় যে সমস্ত বিষয়গুলি তাদের সঙ্গে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্র অনুযায়ী কোন কিছুই তারা পাচ্ছেন না৷ এমনকি চুক্তিপত্রের কাগজও তাদের দেওয়া হয়নি৷ কর্মীদের আরো অভিযোগ তাদের নিয়োগ করার এক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাদের জন্য যে ইন্সুরেন্স রয়েছে সেই কাগজ গুলিও তাদের দেওয়া হয়নি৷ কোন রকম পরিচয় পত্র কিংবা প্রয়োজনীয় নথিপত্র তাদের দেওয়া হয়নি৷ফলে তারা অনিশ্চয়তায় ভুগছেন৷ তাদের দাবি এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যদি কোনরকম ভাবে দুর্ঘটনায় মৃত্যু হয় তবে এর দায়ভার কে নেবে?সরকারের হাত থেকে দায়িত্ব পাওয়ার পর থেকেই বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা ফেডকো সাব্রুমে বিদ্যুৎ পরিষেবার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে৷ ঘনঘন শেডিং নিত্যনৈমিত্তিক ঘটনা৷ গ্রাহকদেরকে মোটা অংকের ভুতুড়ে বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠছে হামেশাই৷ এবার তাতে যোগ হলো জীবনমরণের ঝুঁকি নিয়ে লাইনম্যানদের কাজ করতে হচ্ছে৷