দু’দিনে ৩ ডিগ্রির বেশি পারদ-পতন, ঠাণ্ডা বাড়ছে দক্ষিণবঙ্গে

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): ফের পারদ-পতন তিলোত্তমায়। বিগত দু’দিনে ৩ ডিগ্রির বেশি নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। পারদ পতনের সৌজন্যে ঠাণ্ডাও বাড়ছে কলকাতায়। কলকাতার তুলনায় বৃহস্পতিবার সকালে ঠাণ্ডা বেশি অনুভূত হয়েছে গ্রাম বাংলায়। ক্যানিং থেকে কাকদ্বীপ, বসিরহাট থেকে সাগর-সর্বত্রই ভোরের দিকে শীত শীত অনুভূত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, গত দু’দিনে ৩ ডিগ্রির বেশি নেমেছে কলকাতার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার আকাশ সকাল থেকেই পরিষ্কার, একেবারে শীত শীত আমেজ। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে, তাপমাত্রা আরও নামতে পারে মহানগরী-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।