নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ নভেম্বর৷৷ কমল নগর দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিদ্যালয় শিক্ষা দপ্তর হইতে দু জন শিক্ষক বদলির কাগজ আসে৷এই খবরাখবর প্রধান শিক্ষক মহাশয় সকল ছাএ ছাএী দের কাছে বলেছেন৷ গত ১৪ই নভেম্বরে বদলির চিঠি আসে৷তখন ই ছাএ ও ছাএীরা বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান কে জানান যাতে এই বিদ্যালয় হইতে কনো শিক্ষক বদলি হয়ে অন্য সুকলে না যায়৷সেই বিষয়টি লিখিত ও জানান৷বদলি রদ করার জন্য সুকল ইন স্পেকটর নিকট লিখিত ভাবে আবেদন ও করেন এমনকি পঞ্চায়েত প্রধানকে ও জানিয়ে৷
এস এম সির চেয়ারম্যান আব্দুল হক ও গ্রাম প্রধান ছাএ ছাএীদের সাত দিন সময় দিয়েছিলেন বদলি রদ এবং নতুন শিক্ষক আনার জন্য৷ কিন্তু বদলি রদ করা গেল না তারই প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ওছাএীরা আজ সকাল দশটা এিশ মিনিট থেকে পথ অবরোধ করে বসেন৷বিক্ষোভ প্রদর্শন ও করেন৷যত ক্ষন না পযর্ন ছাছ ছাএীদের দাবী মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে৷রাস্থা অবরোধের ফলে নিত্য যাএী ওফিস কামাই যাএীরা বিপাকে পড়েছে৷এই অবরোধের খবর শুনে সোনামুড়া থানা ও আসেন সঙ্গে সঙ্গে বিদ্যালয় এস এম সির চেয়ারম্যান এসে বুঝিয়ে পথ অবরোধ তুলে দেন এবং সুকলে শিক্ষক আনার জন্য যা করার তাও করবেন বলে আস্বাস প্রদান করেন৷