নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ ফের রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল তিনি আগরতলায় র্যালীতে অংশ নেবেন৷ তাঁর এই সফরকে ঘিরে পুলিশ প্রশাসনের তরফে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷
এদিকে, আজ সায়নী ঘোষের গ্রেপ্তারের খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় ছুটে আসতে চাইছিলেন৷ কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে এটিসি তাঁর বিমান আগরতলায় এমবিবি বিমান বন্দরে অবতরণের অনুমতি দেয়নি৷ তাই তিনি কলকাতা ফিরে গিয়েছেন৷ আগামীকাল সকালেই তিনি রাজ্যে আসছেন৷ দুপুর একটা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে র্যালীতে অংশ নেবেন৷ তাঁর এই র্যালীকে ঘিরে পুলিশ কড়া সতর্কতা অবলম্বন করছে৷ অবশ্য, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে আগামীকালের র্যালী বাতিল করার বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু, আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালী বাতিল করেনি৷

