BRAKING NEWS

Sachin Pailot : মন্ত্রিসভায় রদবদল নিয়ে আমি খুশি, জানালেন শচীন পাইলট

জয়পুর, ২১ নভেম্বর (হি.স) : রাজস্থানে দলের বিরুদ্ধে গত বছর বিদ্রোহ ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। সেসময় জল্পনা উঠেছিল তিনি হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন। শেষ মুহূর্তে কংগ্রেস হাইকমান্ড আশ্বাস দেয় এবং তাঁর দাবির কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।

রবিবার রাজস্থান মন্ত্রিসভার বড় ধরনের রদবদল ঘটল। এরপর শচীন পাইলট বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় হাইকমান্ড কংগ্রেস কর্মীদের নানা অভিযোগের কথা বিবেচনা করেছে। এতে আমি খুশি। ২০২৩ সালে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করবে।


তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভা এদিন শপথ নেবে। কয়েক দফা আলোচনার পরেই তারা মন্ত্রিসভা সম্প্রসারণের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যজুড়ে ইতিবাচক বার্তা পৌঁছবে। রাজস্থান মন্ত্রিসভায় এখন নতুন মন্ত্রীর সংখ্যা ১৫। তাদের মধ্যে চারজন হয়েছেন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় আদিবাসী প্রতিনিধি আছেন। এবারের মন্ত্রিসভায় শচীনের পাঁচ অনুগামী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছে বলে শচীন পাইলট জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *