Election campaign : তেলিয়ামুড়ায় ভোট প্রচারে গিয়ে বিজেপি-তৃণমূলে সংঘর্ষ, রক্তাক্ত উভয় দলের কর্মীরাই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৭ নভেম্বর৷৷ নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে শাসক বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে থমথমে পরিস্থিতি তেলিয়ামুড়া পৌর পরিষদের৷ আটক করা হয়েছে তৃণমূল ৪ জন কর্মী-সমর্থকদের৷ উল্লেখ্য পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে দুই রাজনৈতিক দলের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত তেলিয়ামুড়া৷ ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৩ এবং ১৪ নং ওয়ার্ডে,বুধবার রাতে৷


খবরে প্রকাশ, তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩ এবং ১৪ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারে বের হয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ বিজেপি কর্মীরা যখন প্রচার শেষ করে ফিরছিলেন তখন প্রচারে বের হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ দুই দলের মুখোমুখি হতেই মুহূর্তে ইট-পাটকেল ছোঁড়া শুরু হয়৷
অভিযোগ, এমন সময় শাসক দলের নির্বাচনী প্রচারের মিছিল থেকে তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপর অকথ্য বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু হয়৷ মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷এতে করে ইট-পাটকেল ছোঁড়ার ফলে উভয় দলের কর্মীরা অল্পবিস্তর আহত হয়৷ তবে যতটুকু খবর তৃণমূল কংগ্রেসের এক কর্মী বেশ আহত হয়েছে৷এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টি.এস.আর বাহিনী৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে ভোট প্রচারে বেরিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া জুড়ে থমথমে ভাব বিরাজ করছে৷


এদিকে, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা দিন দিন বেড়ে চলেছে৷ হদ শাসক দলের ফ্ল্যাগ ফেস্টুন ও প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা৷ পরপর এসব ঘটনা ঘটলেও পুলিশ একটি ক্ষেত্রেও কাউকে আটক করতে পারেনি৷ পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ আসন্ন পুর ও নগর ভোটের দিনক্ষণ যতটা এগিয়ে আসছে ঠিক ততটাই রাজনৈতিক সন্ত্রাস কায়েম করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল৷ রাতের অন্ধকারে দুসৃকতিকারীরা বিজেপি দলের প্রচার শয্যা নষ্ট করে দিয়েছে৷ সেই সাথে রাস্তার পাশে দাঁড় করানো ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ নালা নর্দমায় ফেলে দেয় দুসৃকতিকারীরা৷ ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ১৩নং ওয়ার্ড এলাকায় মঙ্গলবার রাতের কোন এক সময়৷ পরে বুধবার সকালে পথচলতি মানুষজনরা প্রত্যক্ষ করেন রাস্তার পাশে দাঁড় করানো বিজেপি দলের ফ্ল্যাগ নালা,নর্দমায় পড়ে রয়েছে৷ খবর দেওয়া হয় স্থানীয় বিজেপি দলের কার্যকর্তাদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১৩নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ইন্দ্রজিত দাস সহ দলীয় কর্মী সর্মথকরা৷ পরে মনোনীত প্রার্থী মোবাইল ফোন যুগে ঘটনাটি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়কে অবগত করেন৷ যদিও কর্মীসমর্থকরা নিজেদের প্রচেষ্টায় দলীয় ফ্ল্যাগ নালা-নর্দমা থেকে উদ্ধার করে৷ পরে এ ব্যাপারে ১৩নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী ইন্দ্রজিত দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উক্ত এলাকায় বিগত দিনে সিপিআইএম দলের বিভিন্ন সংগঠন ছিল৷ সেই সংগঠনগুলি বর্তমানে দুর্বল হয়ে আছে৷ এদিকে তিনি এও অভিযোগ করে জানান, বর্তমানে উক্ত এলাকায় তৃণমূল কংগ্রেস নামধারী কিছু সংখ্যক দুসৃকতিকারীরা রাতের অন্ধকারে মদ্যপান করে ঘুরে বেড়ায়৷ তারাই এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে এরকম বর্বরোচিত ঘটনা গুলি করে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন৷
তেলিয়ামুড়া পুর পরিষদ এ এলাকায় নির্বাচনী সন্ত্রাস ক্রমাগত বৃদ্ধি পেলেও প্রশাসনের তরফে এসব সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণের নজির মিলেনি৷ পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করলে এধরনের রাজনৈতিক সন্ত্রাসী কার্যকলাপ কমানো সম্ভব হলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷