১০৮ বছরের প্রতীক্ষা শেষ, কাশী বিশ্বনাথ মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা মা অন্নপূর্ণার মূর্তি

বারাণসী, ১৫ নভেম্বর (হি.স.): দীর্ঘ ১০৮ বছরের প্রতীক্ষা শেষ। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হল মা অন্নপূর্ণার বিরল মূর্তি। সোমবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার্চনার পর মা অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ১০৮ বছর আগে চুরি করা হয়েছিল মা অন্নপূর্ণার বিরল এই মূর্তি। সম্প্রতি সেই মূর্তি কানাডা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে মা অন্নপূর্ণার এই মূর্তির পূজার্চনা করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পূজার্চনা করার পর সেই মূর্তি উত্তর প্রদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়, তারপর বারাণসীর উদ্দেশে রওনা দেয় মা অন্নপূর্ণার মূর্তি।

দীর্ঘ পথ অতিক্রম করে বারাণসী নিয়ে আসা হয় মা অন্নপূর্ণার মূর্তি। অবশেষে সোমবার মা অন্নপূর্ণার বিরল ও দুর্লভ মূর্তি ফের কাশীর বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হল। এদিন মা অন্নপূর্ণার মূর্তি প্রতিষ্ঠা করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “১০৮ বছর পর ফের একবার কাশীতে ফিরে এল মা অন্নপূর্ণার মূর্তি। এর কৃতিত্ব কাশীর সাংসদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাশী এবং রাজ্যের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

১৯১৩ সালে ভারত থেকে চুরি করা হয়েছিল মা অন্নপূর্ণার এই বিরল মূর্তি, ১০৮ বছর আগে কাশী থেকে নিয়ে যাওয়া হয়েছিল কানাডায়। কানাডা সরকার মা অন্নপূর্ণার সেই বিরল মূর্তি ভারতের হাতে তুলে দিয়েছে। রবিবার কাশী পৌঁছয় মা অন্নপূর্ণার এই মূর্তি, যা কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিষ্ঠা করা হয় সোমবার। রীতিনীতির সঙ্গে প্রতিমা প্রতিষ্ঠা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *