কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): আকাশ মেঘে থাকতেই আচমকা উধাও হয়ে গেল শীতের আমেজ। পারদ চড়ল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, মাঝেমধ্যে রোদের দেখাও মিলেছে। মেঘলা আকাশের কারণে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। উধাও হয়েছে শীত-শীত ভাব। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে জলীয় বাস্প ঢুকতে শুরু করেছে উপকূল-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যার জেরে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘে ঢাকা ছিল। এই নিম্নচাপের জেরে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও।