BRAKING NEWS

পেশোয়ার হত্যাকাণ্ডে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব সুপ্রিম কোর্টের

ইসলামাবাদ, ১০ নভেম্বর (হি.স) : এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করল পাকিস্তান সুপ্রিম কোর্ট। পেশোয়ার আর্মি স্কুলে জঙ্গি হামলার ঘটনা যেখানে মৃত্যু হয়েছিল প্রায় ১৫০ জনের, এই মামলায় বুধবার তাঁকে তলব করেছে সুপ্রিম কোর্ট। আজ সাড়ে ১১টার মধ্যে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল ইমরানকে।এই মামলা চলাকালীন অ্যাটর্নি জেনারেল আদালতের থেকে কিছু সময় চায় । কিন্তু সরকারি আইনজীবীর এই মন্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। আদালত জানায়, প্রধানমন্ত্রীকে আদালতে উপস্থিত হতেই হবে। আর্মি পাবলিক স্কুলে আতঙ্কবাদী হামলার ঘটনায় যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছিলেন, এদিন তাঁদের বাবা-মা শুনানি চলাকালীন উপস্থিত ছিলেন আদালতে।

উল্লেখ্য, ২০১৪ সালে ডিসেম্বর মাসে তেহরিক-ই-তালিবান কিছু জঙ্গি পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা করে। নির্মমভাবে গুলি চালানো হয় স্কুলের পড়ুয়া এবং কর্মরতদের উপর। ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু। পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতি গুলজার আহমেদ, কাজি মহম্মদ আমিন এবং বিচারপতি ইজাজুল আহসান এর বেঞ্চ এদিন ইমরান খানকে তলব করে। কিন্তু তার দুই ঘণ্টা পরে তিনি আদালতে পৌঁছন। এরপরেই আবার এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন বিচারপতি আহসান বলেন, ‘আর্মি পাবলিক স্কুলের ঘটনায় যে অভিভাবকরা সন্তানদের হারিয়েছেন তাঁদের সুন্তুষ্টি প্রয়োজন।’এদিন শুনানি শুরুর পরেই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খানকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী কি আদালতে পৌঁছেছেন। এর জবাবে তিনি জানান, আদালত যে প্রধানমন্ত্রী তলব করেছে সেই নোটিশ এখনও তাঁকে দেওয়া হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন। এরপরেই উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘ বিষয়টি কেন এত হালকাভাবে নেওয়া হল?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *