School running out of teachers : শিক্ষক স্বল্পতায় ধুকছে রাজ্যের বহু বিদ্যালয়, দাবী আদায়ে গণহারে অবরোধ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন সুকলে শিক্ষক স্বল্পতার জন্য পঠন পাঠন লাটে উঠেছে৷ একাধিক জায়গায় প্রায় প্রতিদিন শিক্ষকের দাবীতে পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ কোথাও আবার শিক্ষক বদলীর প্রতিবাদে অবরোধ আন্দোলনের পাশাপাশি সুকলে তালা দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রীরা৷
শিক্ষকের দাবীতে ফের রাস্তা অবরোধ৷ ঘটনা কৈলাসহরে৷ অবরোধের ফলে দীর্ঘক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে পরে৷ তাতে দুভর্োগ চরমে আকার ধারণ করে৷ অবশেষে শিক্ষা দপ্তরের আধিকারিকরা অবরোধ ছুটে গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন এবং এক সপ্তাহের মধ্যে পাঠানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়৷


কৈলাসহর শহর থেকে দশ কি.মি দূরে অবস্থিত সোনামুখী এলাকায় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়৷ মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সুকলের শিক্ষক শিক্ষিকাদের সুকলের ভিতরে ঢুকতে না দিয়ে সকাল সাড়ে দশটায় সুকল তালাবন্ধী করে৷ শিক্ষকের দাবিতে তারা কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ রীতিমতো ছাত্র ছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে৷ বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ছাত্র ছাত্রীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায়, অনেক দিন ধরে সুকলে ফিলোসোফি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়ন্সের শিক্ষক নেই৷ যার ফলে ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত পড়াশোনায় ভোগান্তির শিকার হচ্ছে৷
ছাত্র ছাত্রীরা সুকলের প্রধানশিক্ষককে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে ডেপুটেশনও দিয়েছে৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ এরপর ছাত্র ছাত্রীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে নিজেদের টাকা পয়সা খরচ করে গ্রাম থেকে শহরে এসে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের অফিসে জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়েছিল৷ গত কিছুদিন আগে জেলা শিক্ষা আধিকারিক ছাত্র ছাত্রীদের জানিয়েছিলেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে সুকলে শিক্ষক দেওয়া হবে৷


কিন্তু দুই মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অব্দি শিক্ষক দেওয়া হয়নি৷ এছাড়াও ছাত্র ছাত্রীরা জানায়, সুকলের প্রধান শিক্ষক স্বপন মালাকার প্রায়শই সুকলের ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ করে থাকেন৷ ছাত্র ছাত্রীরা এও জানায় যে, গত কিছুদিন পূর্বে সুকলের ফ্যান খারাপ হয়ে যাওয়ার পর ছাত্র ছাত্রীরা সুকলের প্রধান শিক্ষককে ফ্যান সারাইয়ের কথা বললে প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের এও বলেন যে, ছাত্রদের টাকা দিয়ে ইলেকট্রেশিয়ান নিয়ে ফ্যান সারাই করে নিতে৷ এই কথা শোনে ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষকের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়ে৷
শহরের শিক্ষাবিদদের মধ্যে অনেকেই বলছেন শিক্ষক স্বপন মালাকার বাম আমলের অবৈধভাবে চাকুরী হাতিয়ে বর্তমানে রাম ভক্ত হয়ে অবৈধ ভাবে সুকলের সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ধড়াকে সরা জ্ঞান করছেন৷ ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে প্রায় দুপুর একটা নাগাদ অবরোধ স্থলে সুকল পরিদর্শক বেনী মাধব চক্রবর্তী এবং ডিসিএম মানস মুড়াসিং বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অবরোধ স্থলে হাজির হয়ে ছাত্র ছাত্রীদের অবরোধ স্থল থেকে অনুরোধ করে তোলে নিয়ে সুকলে বৈঠকে বসেন৷ প্রায় একঘন্টা বৈঠক হবার পর সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহের মধ্যে সুকলে পলিটিক্যাল সায়ন্সের শিক্ষক দেওয়া হবে এবং রাজ্য শিক্ষা অধিকর্তার সাথে কথা বলে খুব শীঘ্রই বাকি বিষয়ের শিক্ষক দেওয়া হবে৷ তাছাড়া সুকলের প্রধান শিক্ষককে আরও বেশি সংযত হবার জন্য দপ্তরের পক্ষ থেকে আধিকারিকরা বলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *