কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : ছটপুজো উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার তিনি টুইটারে লিখেছেন, “সকল দেশবাসীকে ছট পূজার শুভেচ্ছা। এই উত্সব প্রকৃতি, বিশেষ করে সূর্য এবং জলের উপর আমাদের নির্ভরতা স্বীকার করার একটি উপলক্ষ। আমি চাই এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে।“
টুইটারে শুভেচ্ছা জানিয়েছে মমতা ব্যানার্জী ফ্যান ক্লাব। পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল টুইটারে লিখেছেন, “ছট পূজার এই শুভ উপলক্ষ্যে শুভেচ্ছা। সূর্য দেবতা আপনাকে অনন্ত সুখ, শান্তি এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন।