কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): বর্তমানে রাজ্য রাজনীতি ব্যস্ত পুরভোট নিয়ে। জোর কদমে প্রস্তুতি চলছে পুরভোটের। এরই মাঝে মঙ্গলবার প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরভোট প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “পুরভোটের জন্য একবছর আগে থেকেই প্রস্তুত বিজেপি।”
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ”পুরভোটের প্রস্তুতি আমরা দেড় বছর ধরেই করছি। গতবছরও নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে বৈঠক করি। ইতিমধ্যেই আমাদের রাজ্য সভাপতিকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই মিটিং করি।” উল্লেখ্য, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর, হাওড়ার পুরভোট এবং ফল ঘোষণা সেরে ফেলতে চায় রাজ্য। তারপর দু-তিন দফায় বাকি পুরসভায় ভোট হতে পারে।
2021-11-09