কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ এল কে আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা। জনসংঘ থেকে বিজেপিতে আপনার যাত্রা, রাম মন্দির আন্দোলনকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক এবং আগামী প্রজন্মকে পথ দেখাবে। নন্দীগ্রাম আন্দোলনে আপনাদের সমর্থনের জন্য স্থানীয়রা চিরকাল ঋণী থাকবে।“
প্রসঙ্গত, লাল কৃষ্ণ আডবাণী (জন্ম ৮ নভেম্বর ১৯২৭) ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর অধীনে ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আডবাণী ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের সদস্য।