BRAKING NEWS

নোটবন্দির ৫ বছর, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স) : ২০১৬ সালে আজকের দিনেই নোটবন্দির সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। রাতারাতি ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় তিনি দাবি করেছিলেন, এর জেরে বিপুল জালনোট ও কালো টাকা উদ্ধার করা যাবে। আজ নোটবন্দির ৫ বছর পূর্ণ হল।
আর এই নিয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেন, ‘যদি নোটবন্দী সফল ছিল তাহলে দুর্নীতি কেন শেষ হল না? কালো টাকা কেন ফেরত এল না? অর্থ ব্যবস্থা কেন ক্যাশলেস হল না? সন্ত্রাস দমন কেন করা গেল না? মূল্যবৃদ্ধি কেন আটকানো যাচ্ছে না?’

আবার পাঁচ বছর আগে আজকের দিনটি স্মরণ করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন। এদিন তিনি মমতার পাঁচটি টুইট ফের সামনে আনেন। নোটবন্দির সুফলের চেয়ে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়বেন সেটা ওই দিনই বুঝে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বোঝাতে বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো টুইটগুলির স্ক্রিনশট পোস্ট করেন ডেরেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *