নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ নভেম্বর৷৷ পুর নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে বিলোনিয়া৷ শাসক দল বিজেপির পাশণাপাশি বিরোধী দল বামফ্রন্ট , তৃনমুল কংগ্রেস ও কংগ্রেস বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করে৷ মনোনয়ন পত্র দাখিল করার পরই বিরোধী দলের প্রার্থীদের উপর বিভিন্ন ভাবে চাপ দিতে শুরু করে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য৷ প্রত্যাহার না করলে মারার হুমকি সহ বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ারও নাকি হুমকি দেওয়া হচ্ছে বলে এমনই অভিযোগ উঠছে বিরোধীদের পক্ষ থেকে৷
ঘটনায় বিরোধী দলের নেতারা সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেছেন৷ অভিযোগ করেন, শাসক বিজেপি দলের নেতৃত্বরা বুঝে গেছে সুষ্ঠ ভাবে নির্বাচন হলে কয়েকটি ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থীরা জয়ী হতে পারবে না৷ সেই ভয়ে রাতের আঁধারে বাইক বাহিনীরা তান্ডব সৃষ্টি করে পরিবেশকে উত্তপ্ত করে তুলছে যাতে বিরোধীরা নির্বাচনে অংশ নিতে না পারে৷ বিরোধীদের অভিযোগ আবারও বাইক বাহিনীর হামলা সিপিএমের মনোনীত প্রার্থী ভোলা দাসের বাড়িতে৷
বিশ থেকে পঁচিশ জনের বাইক বাহিনী হঠাৎ করে বিলোনিয়া বরোজ কলোনি দাস পাড়া এলাকার সিপিএমের প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে, ভাঙচুর করে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঘরের দরজা ৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শনিবার দুপুরে ঘটনাস্থল যাওয়ার পর, সিপিএমের প্রার্থী ভোলা দাসের মা কান্না গলায় সংবাদ প্রতিনিধিদের সামনে জানায় হঠাৎ বাড়িতে ঢুকে আক্রমন বিশ থেকে পঁচিশ জনের বাইক বাহিনীরা৷ ঘরের দরজা ভাঙ্গচুর থেকে শুরু করে ঘরের জিনিসপত্র ভাঙ্গচুর করে বলে অভিযোগ করেছেন প্রার্থীর মা৷
এই দিকে তৃণমূলের কংগ্রেসের নেতাদের অভিযোগ তাদের দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য বিভিন্ন রকমের চাপ সহ হুমকি এমন কি পাঁচ নং ওয়ার্ডের প্রার্থী দোলন দাসকে না পেয়ে তার বাবাকে জোর করে তুলে নিয়ে যায় সাতমুড়া বিজেপি পার্টি অফিসে৷ সেখানে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে ছেলে যাতে প্রার্থী পদ থেকে প্রত্যাহার করে নেয়৷