Golden victory torch reached : রাজ্যে এসে পৌঁছল স্বর্নিম বিজয় মশাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ দীর্ঘ পথ পরিক্রমা করে ত্রিপুরায় এসে পৌঁছালো স্বর্নিম বিজয় মশাল৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়কে স্মরণ করার উদ্দেশ্যে ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে এক বছর ব্যাপী নানান কর্মসূচি শুরু হয়েছে৷ তারই প্রতীক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে স্বর্নিম বিজয় মশাল জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন৷ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল শাশ্বত মশাল থেকে চারটি বিজয় মশাল জালানো হয়৷ সেগুলি ১৯৭১-এর যুদ্ধে পরম বীর চক্র, মহাবীর চক্র বিজেতাদের জন্মভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে৷


মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈনিকরা আগরতলা শহরকে আক্রমণের লক্ষ্য বানিয়েছিল৷ কিন্তু মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত ল্যান্স নায়েক এলবার্ট এক্কার সাহসী পদক্ষেপে আগরতলা শহর রক্ষা পেয়েছিল৷ আগরতলার মানুষ তখন ভারতীয় সৈনিকদের শত্রু সম্পর্কে বিভিন্ন তথ্য ও অন্যান্য সহায়তা প্রদান করেছিলেন৷ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকেও প্রয়োজনীয় সহায়তা দিয়েছিলেন৷ সেই মোতাবেক স্বর্নিম বিজয় মশাল দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে শুক্রবার ত্রিপুরায় এসে পৌঁছায়৷ রাজধানীর ডন বসকো সুকল সংলগ্ণ স্থান থেকে জিমন্যাস্ট দীপা কর্মকার এই স্বর্নিম বিজয় মশালকে শালবাগান মিলিটারি স্টেশনে নিয়ে যান৷ ৫৭ মাউন্টেইন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী আগরতলার শালবাগানের মিলিটারি স্টেশনে পূর্ণ সামরিক মর্যাদায় স্বর্নিম বিজয় মশালটিকে স্বাগত জানান৷


শনিবার রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য এলবার্ট এক্কা যুদ্ধ স্মারক উদ্যানে যুদ্ধের হিরোদের সম্মানে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ বিকালে শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমার মধ্য দিয়ে স্বর্নিম বিজয় মশালটিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিয়ে যাওয়া হবে৷ সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা৷
স্বর্নিম বিজয় মশাল ত্রিপুরায় আসা রাজ্যের জন্য গর্বের বিষয়৷ আর এই স্বর্নিম বিজয় মশালকে স্বাগত সমারোহ অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি ব্যক্ত করেন জিমন্যাস্ট দীপা কর্মকার৷ ৫৭ মাউন্টেইন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার নিলেশ চৌধুরী জানান, ত্রিপুরাবাসি ও ভারতীয় সেনার মধ্যে একটা মিল রয়েছে৷ ১৯৭১ সালের যুদ্ধে তা দেখা গেছে৷ সেই মিল এখনো রয়েছে৷ স্বর্নিম বিজয় মশাল ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছেছে এইটা রাজ্যের জন্য গর্বের বিষয়৷ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই স্বর্নিম বিজয় মশাল রাজ্যবাসীর উদ্দেশ্যে সমর্পণ করবেন বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *