নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে৷ সবকিছু জেনেশুনেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ৷ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে দূর্ঘটনা গ্রস্ত রোগীকে চিকিৎসা করাতে নিয়ে আসে রোগীর পরিবার পরিজনরা৷
কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালে ওপিডি ওয়ার্ডের ড্রেসিংরুম অপরিষ্কার থাকার কারণে ড্রেসিং করাতে পারছে না স্বাস্থ্য কর্মীরা৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মী নিযুক্ত রয়েছেন ১৪ জন৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মী থাকা সত্যও ওপিডি ইমারজেন্সি ড্রেসিং রুমে পানের পিক সহ অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে ড্রেসিংরুম৷ এ ব্যাপারে বিশালগড় মহকুমা হাসপাতালে দায়িত্বে থাকা এস ডি এম ও জ্যোতির্ময় দাসের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না৷
বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে বলে জানান বেশ কিছু রোগী ও তাদের পরিবারের লোকজন৷ বিশালগড় হাসপাতাল থেকে রোগীর আত্মীয় পরিজনদেরকে বলা হয় স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে থাকা ছঙ্গঞ্চঞ্জ জ্যোতির্ময় দাসের সঙ্গে কথা বললে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান৷ বিশালগড় মহকুমা হাসপাতালে সাফাই কর্মীদের দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জসহ অন্যান্যরা একই কৌশল নেন৷ এখন দেখার বিষয় খবর প্রকাশ হবার পর স্বাস্থ্য দপ্তর কোন পদক্ষেপ গ্রহন করে কি না৷ রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভের মুখে মুখ খুললেন স্বাস্থ্যপরিসেবা দায়িত্বে থাকা এসডিএমওর বিরুদ্ধে৷