ফের বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ, দেশে সক্রিয় রোগী ০.৪৩ শতাংশ

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমে গেল। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২২১ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৬৫ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১,৪৮,৯২২ জন, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ৩৪৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১২,৭২৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৫ লক্ষ ৬৫ হাজার ২৭৬ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,০৭,৭০,৪৬,১১৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২২১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৯,৮৭৩ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,১৬৫ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৭,২৪,৯৫৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *