নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স) : ভোটের মুখে কেন্দ্র ও ভোটমুখী রাজ্যগুলি পেট্রোপণ্যের দাম অনেকটা কমিয়ে দেওয়ায় বিরোধীরা কিছুটা কোণঠাসা হলেও দমছেন না কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্য, বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ভয় থেকে নেওয়া। হৃদয় থেকে নেওয়া নয়।
বুধবার রাতেই পেট্রল–ডিজেলের দাম সামান্য কমিয়েছে কেন্দ্র। পেট্রল–ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর চড়াচ্ছিল কংগ্রেস। এদিন প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেন, ‘এই সিদ্ধান্ত মন থেকে নেওয়া নয়। ভয় থেকে নেওয়া। এই লুটের সরকারকে আগামী নির্বাচনে জবাব দিন।’ আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘শুধু ২০২১ সালেই কেন্দ্র পেট্রলে দাম বাড়িয়েছে ২৮ টাকা এবং ডিজেলে দাম বাড়িয়েছে ২৬ টাকা। ১৪টা বিধানসভা এবং ২টি লোকসভা হারার পর ৫ টাকা আর ১০ টাকা কমিয়ে এ কেমন দিওয়ালি? তবে কংগ্রেস একা নয়, বিজেপিকে আক্রমণ শানিয়েছে অন্য বিরোধীরাও। তৃণমূল নেতা যশবন্ত সিনহা টুইটে বলছেন, ‘দয়াবান মোদীজি, পেট্রল–ডিজেলের মাধ্যমে নাগরিকদের কোটি কোটি টাকা লুট করার পর মাত্র কয়েক টাকা স্বস্তি দিচ্ছেন আপনি!’ আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব আবার পেট্রল–ডিজেলের দাম কমানোকে নাটক বলে কটাক্ষ করেছেন। তাঁর সাফ কথা, ‘কেন্দ্রের উচিত ছিল ৫০ টাকা দাম কমানো। ওরাই দাম বাড়িয়ে এতদূর এনেছে। কদিন বাদে আবার বাড়িয়ে দেবে।’
2021-11-04