নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রীই নন, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বৃহস্পতিবার সকালে টুইট করে দীপাবলির শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “দীপাবলি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা। আমি প্রার্থনা করছি, এই আলোর উৎসব যেন সকলের সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে।”
দীপাবলির শুভেচ্ছা-বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “দীপাবলি উপলক্ষ্যে সকলকে হার্দিক শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে আনন্দ, অগ্রগতি, সুখ ও সমৃদ্ধি আনুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় জানিয়েছেন, “আলো ও আনন্দের এই উৎসব সকলের জীবনকে শক্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে আলোকিত করুক।”
2021-11-04